করুণধারায় / রণজিৎ মন্ডল / বাংলা কবিতা /
করুণধারায় ✍ রণজিৎ মন্ডল যেদিন পরেছি প্রথম প্রভাতে অরুণ কিরণ সোনালি মালা আসি এ ধরায়, জড়ায়ে ধরেছি আপণ করিয়া মা মা বলে তার মমতায়। কেন এনেছিলে কেন দিয়েছিলে এতো আনন্দ জীবন ধারায়, শত কাজের জীবন মাঝে হারায়ে ফেলেছি আপন মায়। এ কোন জীবন করিয়া ধারণ ডেকেছি দেখেছি যে আপন মায়, আজি সব…