হোটেল ওয়ালা / ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় / বাংলা ছোট গল্প /
হোটেল ওয়ালা ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় অনেক কান্ড করে জগন্নাথ বি,এ, পাশ করলো।বাপ আনন্দে আটখানা।জ্ঞাতিশত্রুদের বাড়ির সামনে গিয়ে চিৎকার করে বললে “ছেলে যদি হতে হয় তো আমার জগা।জল চিবিয়ে খেয়ে কত ক্লাস পড়লে”। জগা মা কে বলে “কী দরকার মা।তুমি বাবাকে মানা করে দাও পাড়া গাবাতে।এটা এমন কী ব্যাপার।আমার লজ্জা করে”। মা গজগজ করে “ওই…