হবোনাতো পার্বতী! প্রেমে টানলাম যতি! / প্রেমাঙ্কুর মালাকার / বাংলা কবিতা /
“হবোনাতো পার্বতী! প্রেমে টানলাম যতি!” প্রেমাঙ্কুর মালাকার আমার মতন, গভীর প্রেমের, সুলুক ও সন্ধান- পৃথিবীর কোন, প্রেমিক দেখেনি, প্রেমের হড়কা বান! আমার বক্ষে, সমানে নাবছে, প্রেমের জল প্রপাত! রোমিও, মজনু, দেবুও পায়নি, সে প্রেমের সাক্ষাৎ! তোমার বুকের, মধ্যে যখন, এমন প্রেমের ঢল! এসোনা এবার! ছাদনা তলায়, করেনি মালাবদল! তোমার স্বভাব,কথার মধ্যে, অন্য কথাকে…