দোল / অনিমেষ / বাংলা কবিতা / বসন্ত সংখ্যা /
দোল ✍ অনিমেষ মুঠো ভরে আবির গুলাল ছড়িয়েছে দিক দিগন্তে নতুন পাতায় সাড়া জাগে আজকে প্রাণের বসন্তে। দখিন হাওয়া খেলায় মাতে সরষেক্ষেতে ঢেউ জাগে পাপড়ি মেলে কুসুম কলি ফাগুন দিনের সোহাগে। কোন শিল্পীর তুলির টানে রঙিন প্রজাপতির দল মৌ পিয়াসে গুঞ্জে ভ্রমর নেশায় ওলিরা চঞ্চল। আমের মুকুল দিলো সাড়া পলাশ বকুল জেগেছে…