তটিনীর বেদনা / মৃনাল কান্তি বাগচী / বাংলা কবিতা /
তটিনীর বেদনা ✍ মৃনাল কান্তি বাগচী তটিনী নীরবে বহিয়া যায় তার বেদনা কেহ নাহি বোঝে হায়! তবুও নদী থেমে নাহি থাকে হায়! সাগরের পানে ছুটে চলে সে নির্দ্বিধায়। সাগরের ভালোবাসার অমোঘ টান সে ভুলতে পারেনা, তাই সদা প্রবাহমান। মনের ব্যথা মনেতে জমে দিন দিন, কিছুতেই কমতে চায়না,যতক্ষন না হয় সে সাগরে লীন। নদীর…