সবুজের নিধন / শিব প্রসাদ হালদার / বাংলা কবিতা / সবুজ সংখ্যা /
☆★☆”সবুজের নিধন”☆★☆ ◇◆◇◆◇◆◇◆◇◆◇◆◇ ✍️শিব প্রসাদ হালদার শহরের মাঝখানে আকাশচুম্বী অট্টালিকা, গড়ে উঠা সুদৃশ্য সারিসারি- কোথাওবা একটু বেখাপ্পা আঁকাবাঁকা; প্রাসাদ গড়তে যদি হয়েছে ব্যাঘাত, উঁচু গাছ বড় কায়দায় কেটে সাফ- কার আছে কতটুকু পরিতাপ? ইট বালি সিমেন্ট শহরের বুকে গড়াগড়ি। তিলোত্তমা কলকাতা, কত গর্ব-বিজ্ঞানের সফলতা। ভূগর্ভে চলেছে পাতাল রেল, উপরেতে হাজার হাজার গাড়ী;…