হাইকু / অসিত ঘোষ / বাংলা কবিতা /
হাইকু একটি কবিতা জাপানি ছন্দে। একটি মুহূর্তে ঘটিত মনের ভাব প্রকাশ করা হয়… অসিত ঘোষ ১)প্রেমের ফাঁদে প্রেমিক প্রেমিকারা যায় আটকে ২) প্রেমের ফাঁদে হাবুডুবু খেয়েছে অন্ধ বিশ্বাসে ৩) প্রেমের ফাঁদে ফাটা বাঁশের মত আটকে থাকে ৪) প্রেমের ফাঁদে মরু মরীচিকায় দৌড়ে বেড়ায় ৫) প্রেমের ফাঁদে পড়োনা কেউ যেন প্রেম অমৃতে ৬) প্রেমের ফাঁদে মৃত্যু…