বৃষ্টি ভেজা কলকাতা / অনিমেষ চ্যাটার্জি / বাংলা কবিতা /
// বৃষ্টি ভেজা কলকাতা // ✍🏻 : অনিমেষ চ্যাটার্জি বৃষ্টি ভেসেছে কলকাতা প্রেমিক প্রেমিকা এক ছাতা, ভিজে সপসপে ঐ কোনে দোঁহে মিলে মন প্রাণে। আকাশ লুকোয় মেঘেতে মুখ বাদল দিনের প্রেমের সুখ, চারিপাশে দেখো ঝাপসা সব কান পেতে শোনো বৃষ্টি রব। এসেছে বৃষ্টি আমার বাগানটায় ছাঁট আসে খোলা জানালাটায়, সোঁদা গন্ধে এলো কথা,…