প্রকৃতির বুকে ফেরো / ইন্দ্রানী বন্দ্যোপাধ্যায় / রম্য রচনা / সবুজ সংখ্যা /
প্রকৃতির বুকে ফেরো ইন্দ্রানী বন্দ্যোপাধ্যায় মানুষ পৃথিবীতে জন্মানোর পর চাই উপযুক্ত পরিবেশ।কৃষি শিল্পের উন্নয়ন জনবহুল দেশে জরুরি।কিন্তু এই উন্নয়নের হাত ধরে আসছে পরিবেশের দূষণ।আমরা যে জায়গায় এসে গেছি তাতে দূষণের কবলে মানবজাতি।ফেরার পথ নেই।এখন প্রয়োজন প্রচুর পরিমাণে গাছ লাগানো।কবির কথায় ” শহুরে অসুখ হাঁ করে শুধু সবুজ খায়”। আরোগ্যের জন্য সবুজের প্রয়োজন। মানবজাতির…