আলোর বেনু / রণজিৎ মন্ডল / বাংলা কবিতা /
আলোর বেনু রণজিৎ মন্ডল দ্বন্ধ রাখিয়া অন্ধ মনে বন্ধ করিছো দোর, প্রদীপ জ্বালিয়া দেখো গো চাহিয়া, অমানিশার আঁধার ঘোর। কাটিবে আঁধার আসিবে আবার আলোয় ভরিবে ঘর, যে দূরে আছে, আসিবে সে কাছে হইবে না সে আর পর। বিশে ভরা বাতাস, মেঘে ঢাকা আকাশ জলে ভরা মাঠ ঘাট, সব আশা আজ হতাশায় ভরে জনশূন্য করে বাট।…