বড়োবাবু বনপাল / মদন চন্দ্র করণ (বিদ্যালঙ্কার) / বাংলা কবিতা /
বড়োবাবু বন পাল মদন চন্দ্র করণ (বিদ্যালঙ্কার) বড়ো বাবু বন পাল ইয়া বড়ো তাঁর গোঁফ দুধ ঘি মাখন খান না হরিণ মাংসে তাঁর লোভ! রক্ষক ভক্ষক সরকারী বন্দুক অল্প করে রোজ হরিণ মারে বেশি বলে বেড়ায় সব নিন্দুক চুরি করে হরিণ খেয়ে খেয়ে লাগল নেশা বেজায় মনে আরও বেশি হরিণ মারতে…