মেঘ ঘনশ্যাম / ড. মদনচন্দ্র করণ (বিদ্যালঙ্কার) / বাংলা কবিতা / আষাঢ়যাপন ১ /
মেঘ ঘনশ্যাম ড. মদনচন্দ্র করণ (বিদ্যালঙ্কার) শোন প্ৰিয় আলাপন মেঘ ঘনশ্যাম বকুল চাঁপার সুখে রচিব মন্দির.. যৌবন কুসুম ফাগুন উপবন অনুপম মর্ত্য মায়া বদ্ধ দোলমঞ্চে তৃণ শিশির লাখ লাখ উর্বশী সুবেশ পরিধান তৈল হলুদ অগুরু চন্দন মথিত তনু সখী সঙ্গে কাম রঙে প্রেম সংগীত হরি হরি জয় দেবী রতির মন প্রীত নাচ…