বিশ্ব উষ্ণায়নের প্রভাব / মৃনাল কান্তি বাগচী / বাংলা কবিতা / আষাঢ়যাপন ১ /
বিশ্ব উষ্ণায়নের প্রভাব মৃনাল কান্তি বাগচী সকাল হতে ঝরছে আকাশ হতে ইলশেগুঁড়ি বৃষ্টি, আষাঢ় মাসে বাজারেতে নেই ইলিশ মাছ,একি অনাসৃষ্টি। ইলিশ মাছের সাথে আছে ইলশেগুঁড়ি বৃষ্টির নিবিড় সম্পর্ক, এটাই দীর্ঘকালের প্রচলিত ধারণা, এই নিয়ে নেই বিতর্ক। কালে কালে প্রচলিত ধারণা, হয়ে যাচ্ছে ভ্রান্ত, বিশ্ব উষ্ণায়নে আমরা আজি বড়ই ক্লান্ত। প্রচলিত ধ্যান ধারণা…