প্রলেতারিয়েত / শ্যামাপ্রসাদ সরকার / বাংলা ছোট গল্প /
প্রলেতারিয়েত …………………. শ্যামাপ্রসাদ সরকার মধুরা কাঁধের ঝোলাটা বিরক্তির সাথে খাটে ছুঁড়ে ফেলল। মিটিং শেষে আজ ওরা যেভাবে এতদিনকার সঞ্চিত রাজনৈতিক আদর্শটাকে ছুঁড়ে ফেলে দিচ্ছিল সেটা বাবা’দের দেখে শেখা রাজনীতির চলনে শিক্ষিত মধুরা’দের মতো কর্মীদের পক্ষে এখন কোনওমতে মেনে নেওয়া যায়না। প্রবীণ নেতা সমীর সেনগুপ্ত এখন ওদের জেলা কমিটির সভাপতি। একসময় এই সমীরদা’ই…