শৈশবের ঘড়া এবং সবুজ কথা / উৎপল সেন / বাংলা কবিতা / শারদীয়া সংখ্যা /
শৈশবের ঘড়া উৎপল সেন দিন আসে যায় কাটে কত রাত, ফিরে আসে যেন সেই চাঁদের হাট। শিশুমনে যা ছিল একদা বন্দী খাঁচা, সঙ্গী শূন্য মন বলে আজ সে ছিল আসল বাঁচা। সবুজ হীনতায় সবুজ মন গুমরে কেঁদে মরে, মুঠোফোন আর ল্যাপটপে বসে বদ্ধ ঘরে। কাগজের প্লেন বানিয়ে ছোড়া, বেদম প্রহার পড়লে ধরা। নতুন…