কবির প্রতি নবি – ১ / অনিমেষ চ্যাটার্জি / বাংলা কবিতা / ২২শে শ্রাবণ সংখ্যা /
।। কবির প্রতি নবি ।। অনিমেষ চ্যাটার্জি তারিখটা ২২, সময়টা শ্রাবন মাস, কেন বার বার কড়া নেড়ে যায় ?? যেন ফিরে ফিরে বলে যেতে চায়, বিদায়, হে বন্ধু বিদায়। তুমি অনেক কথা বলেছিলে, বলেছিলে, তবু মনে রেখো, রেখেছি মনের কোনে যত্নে কবি, ক্ষনিকের তরেও ভুল হয় নি গো। সময়ের পথ বেয়ে এসেছি…