না কবিতা / অমৃতা সাহা / বাংলা কবিতা /
না কবিতা অমৃতা সাহা ভাঙাচোরা শীত ঘুমে নিজেকে লুকিয়ে রেখেছি কতোকাল! আপোষ আব্দারে গোড়া পচে শুকিয়েছে শালুক ফুল। বড় শখ ছিলো তুমি খোঁপায় কলমির ফুল পরিয়ে দেবে। অচেনা রাস্তায় নেমে আসবে একটা নীলচে গোধূলি। আগে সুন্দর স্বপ্ন দেখতাম জানতো, কিন্তু আজকাল স্বপ্নে দেখি একটা ধারালো করাত এগিয়ে আসছে ক্রমশ। আমি পিছিয়ে যাচ্ছি অনবরত,…