ডাক / নন্দিতা চক্রবর্ত্তী / বাংলা কবিতা /
ডাক নন্দিতা চক্রবর্ত্তী —————- বলল হাওয়া নেচে নেচে নাচবি যদি আয় ব্যথার মেঘ ভাসিয়ে দিয়ে নীল আকাশের গায়ে পাল তুলে মন পানসি ভাসাও খুশির সাগর জলে সুখ দুঃখ হাসি কান্না নাচবে তালে তালে গাছের পাতা সরস সবুজ রোদ হাসে তার বুকে বন্ধ হৃদয় দরজা খোলো হাসবে মনের সুখে। সাদা মেঘ পাল তুলেছে…