মন চায় / অনিমেষ চ্যাটার্জি / বাংলা কবিতা /
মন চায় ✍ অনিমেষ চ্যাটার্জি মন চায় বেরিয়ে পড়ি মাঠের পরে, আকাশ যেথা মাটির সাথে গল্প করে। আকাশ নীলে সবুজ ঘাসে মিলে গেল, খালের পাড়ে আলোর পথে মন মিলালো। আকাশ জুড়ে মেঘে রোদে লুকোচুরি, মাঠের পরে ছেলের হাতে লাটাই ঘুড়ি। মন কেড়েছে চাষের ক্ষেতে সবুজ ধান, হারালো মন মেঠো পথের বাউল গান।…