আমার মা / কিশোর বিশ্বাস / বাংলা কবিতা /
আমার মা কিশোর বিশ্বাস তোমার মা তো আপেল ,কমলা ,কলা ,সন্দেশ খান আমার মা পেটের খিদেয় জোটাতে পারেনা ফ্যান। তোমার মায়ের শাড়ি গহনায় ভরে থাকে সারা গা আমার মায়ের লজ্জা ঢাকার ত্যানাটুকু জোটে না। তোমার মায়ের দশখানা হাত কত রকমের অস্ত্র আমার মা দুইখানা হাতে বাসন মাজতে ব্যস্ত। তোমার মায়ের স্বর্গে মর্ত্যে আনন্দে কাটে…