ব্যাথা / রণজিৎ মন্ডল / বাংলা কবিতা /
ব্যাথা রণজিৎ মন্ডল হারিয়েছি অনেক, পেয়েছিও অনেক, হারায়নি দূঃখ, হারায়নি ব্যাথা, পেয়েছি মানুষ আপন পর, হয়না কথা, মনের কথা লুকানো বুকে, যা বলি চোখে চোখে, কখনও দেখতে পাই না হাসি, দেখতে পাই অশ্রু চোখে, ঝরছে অনেক শোকে, প্রীয় জনকে হারানোর বেদনা ভুলতে পারে না। নিজেকেও থাকতে হবে দূরে, আপন মৃত্যুর পর কেউ না, আমিও পর…