কিছুই আমার নয় / শিব প্রসাদ হালদার / বাংলা কবিতা /
কিছুই আমার নয় শিব প্রসাদ হালদার সারা জীবন কাঁদলাম আমি আমার আমার করে, আমার বলে নেইতো কিছুই এই চরাচরে! আপণ ভেবে আগলে রেখে করলাম কত গর্ব, যা আছে তা নয়তো আমার গর্ব যে সব খর্ব! দেখছ যত সবই তাঁর সবই দয়ার পরে, আমার বলে নেইতো কিছুই এই চরাচরে! বাঁচা মরা চলা বলা সবই বিধির দয়ায়,…