চার পুরুষ / শ্যামাপ্রসাদ সরকার / বাংলা কবিতা /
চার পুরুষ *********** শ্যামাপ্রসাদ সরকার (কবিতা সংকলন) :: ভণিতা :: প্রেমের সার্থকতা কি পূর্ণতায় না বিচ্ছেদে না কি বিরহে? এরই উত্তর খোঁজা এই চারটি ভিন্ন সময়ে রচিত কবিতায়। আজ উপলব্ধি করলাম চারটির সুর আসলে একই। সেই অজরা প্রেমকেই অণ্বেষণ করাই এই শব্দাক্ষরে হয়েছে। এই প্রেম নামক বস্তুটিও আসলে আর সব কিছুর মতই প্রেক্ষিত বদলে পরিবর্তনশীল।…