হৃদয় পদ্ম / রণজিৎ মন্ডল / বাংলা কবিতা /
হৃদয় পদ্ম রণজিৎ মন্ডল যে বাসায় থাকি যে বসনে রাখি নিজেকে ঢাকিয়া গোপনে, তোমাকেই দেখি, তোমাকেই রাখি, তুমিই থাকো যে এ মনে। অন্তর মম জাগিয়া থাকিয়া চাহিয়া দেখে যে যতনে, কে এলো দ্বারে, নিশি প্রহরে, দিবসেরও আলো নয়নে! হে মোর চিত্ত, দেখো যে নিত্য, যে রূপ শয়নে স্বপনে, সে আসি ধরা দিল যে ত্বরা…