অথ কথা নালন্দা / কাকলি ঘোষ / ঐতিহাসিক /
অথ কথা নালন্দা কাকলি ঘোষ অন্তিম পর্ব দেখতে দেখতে হই হই করে এসে পড়ল সেই রোমাঞ্চকর দিন। পয়লা মে ২০১৬। কিন্তু হঠাৎই তার আগেই কাজলকে পেশার তাগিদে চলে যেতে হল গৌহাটি। সকলে একদিকে যেমন উত্তেজিত, উৎসাহিত অপরদিকে কিছুটা বিষন্নও বটে। যার লেখা নাটক —— এমন দিনে সেই উপস্থিত থাকতে পারবে না ? সাক্ষী হতে…