লক্ষ্য আমার / শিব প্রসাদ হালদার / বাংলা কবিতা /
“লক্ষ্য আমার” ✍️শিব প্রসাদ হালদার সত্যের সন্ধানে জনতার আহ্বানে নেমেছি আমি পথে, হোক না শক্ত ঝরুক যতই রক্ত থামবো না কোনমতে। চলন্ত পথে জ্বলন্ত ক্ষতে জাগুক যতই যন্ত্রণা, ছুটেই যাব নাইবা পা’ব কঠিন পথে মন্ত্রণা। লক্ষ্য আমার করবই চুরমার যে দূর্গে পাপাচার, হই যদি জেরবার ধারিনাকো ধার আনবোই ন্যায্য অধিকার !! –~০০০XX০০০~–