ফুলমনির আখ্যান (দ্বিতীয় পর্ব) / সলিল চক্রবর্ত্তী / বাংলা ছোট গল্প / রবি পক্ষ /
ফুলমনির আখ্যান (দ্বিতীয় পর্ব) সলিল চক্রবর্ত্তী (পাঠক পাঠিকাদের অনুরোধে ‘ফুলমনির আখ্যান’ এর দ্বিতীয় পর্ব লিখতে বসলাম। যাঁরা প্রথম পর্ব পড়েননি তাঁদের ক্ষেত্রে এই গল্পটা পড়লেও কিছু অসম্পূর্ণতা থেকে যাবে।) “স্যার, আপনাকে একজন খোঁজ করছেন, ভেতরে নিয়ে আসবো ?” – কে আবার খোঁজ করছে, ভালো করে খোঁজ খবর নিয়ে ভেতরে নিয়ে এসো। মৃনাল কান্তি…