স্বপ্ন রাজ্য / মৃনাল কান্তি বাগচী / বাংলা কবিতা /
স্বপ্ন রাজ্য মৃনাল কান্তি বাগচী তুমিতো জানো আমার মনের কথা, নতুন করিয়া কি বলিবো জমানো ব্যথা? তুমিতো আমার প্রাণের একান্ত সখা, তাইতো বারে বারে তোমার সাথে হয় দেখা। তোমায় না দেখিলে মন থাকেনা ভালো, তোমার মাঝে দেখি আমি জীবনের আলো। হৃদয় মাঝে দেখি তোমার আনাগোনা, মোর মনের হলুদ বনে তুমি আমার কাঁচা সোনা। সুখের…