নিয়মে যখন অনিয়ম / শিব প্রসাদ হালদার / বাংলা কবিতা /
নিয়মে যখন অনিয়ম শিব প্রসাদ হালদার নিয়ম না মানা যেখানে নিয়ম কি হবে সভা ডেকে ? বিচারের নামে ন্যায় নীতির গলাটিপে হবে প্রহসন। বিচার সভায় যত অবিচার নেই কেন তার প্রতিকার ? লাথি মেরে ভেঙ্গে ফ্যালো, ওদের ঐ সিংহাসন। কথা বলা বোবা যারা- চাপে পড়ে ভীরু তারা দিক জ্বেলে-যাক পুড়ে ওদের আস্ফালন। ছিল যত…