আজও তাকে ভালোবাসি / মৃনাল কান্তি বাগচী / বাংলা কবিতা / ভাষা সংখ্যা /
আজও তাকে ভালোবাসি মৃনাল কান্তি বাগচী আসিবে বলে আসিল না সে, মনের কথা মনেতে রইলো ব্যক্ত হইলো না যে। আশা ছিলো বলিবো তাকে অনেক কথা, নইবা হলো বলা তাকে মোর হৃদয়ের জমানো ব্যথা। নাইবা এলো সে তবুও সে আছে আমার মনের মাঝে, তাকে নিয়ে স্বপ্ন দেখি সকাল সাঁঝে। স্বপ্নের মাঝে তার সনে হারিয়ে যাই…