ভাষার সমুদ্র- সহবাস / মণিকা বড়ুয়া / বাংলা কবিতা / ভাষা সংখ্যা /
ভাষার সমুদ্র-সহবাস মণিকা বড়ুয়া পৌরাণিক দেবপুরঐতিহাসিক বহুভাষিক গ্রামপার হয়েপায়ে পায়ে এসেছিযে তীর্থ তারুণ্যে—সেখানেই ডিজিট্যাল রোদডিজিট্যাল ভাষাডিজিট্যাল ভ্রুণছড়িয়ে পড়ে চারপাশ। গায়ে মাথায়সব ভাষার চিহ্নসব চেতনার সহবাসসব হৃদয়ের কেন্দ্রীকরণ— মায়ের ভাষাভায়ের ভাষাবিশ্ব- ভাষারএকই যাত্রাএকই মুর্চ্ছনাএকই সমুদ্র- সহবাস। –০০০XX০০০–