একুশ মাতৃভাষা / অনিমেষ চ্যাটার্জী / বাংলা কবিতা / ভাষা সংখ্যা /
// একুশ মাতৃভাষা // ✍ অনিমেষ চ্যাটার্জী অতীত চিঠির একুশে কলমঅতীতের ছোঁয়া থাক,ভালবাসা বুকে একুশ দিয়েছেভাষা দিবসের ডাক। তোমার ভাষা আমার ভাষাআজ মিশে গলাগলি,যে ভাষা প্রথম মা চেনালোসে ভাষায় কথা বলি। একুশ মানে প্রাণের আবেগমাঝি বাউল চাষাএকুশ মানে প্রাণেরই টানবাংলা মায়ের ভাষা। মনের গোপন যত অনুভূতিযে ভাষায় প্রাণ পায়,তারই আহবানে এক মনপ্রাণেএকুশের আঙিনায়। একুশ…