হালচাল / প্রদীপ সরকার / বাংলা কবিতা /
হালচাল ✍️ প্রদীপ সরকার মানুষ যখন মানুষ হয়ে হুঁশবোধটাই যায় ভুলে। সভ্যতার সূর্য তখন যায় যে ঢলে অস্তাচলে। একে অপরের সাথে, চলতে মিলে একত্রে, গড়ে উঠেছিল এই সমাজ প্রথা। আধুনিক এই যুগের মানুষ, দেখি ভুলেছে আজ সেই কথা। দোষ যে হেথায়, কেহরে গো নাহি দেওয়া যায়। স্বার্থপর আজ সকল মানুষই যে প্রায়, অতি আধুনিক…