উদাস বসন্ত / অনিমেষ চ্যাটার্জি / বাংলা কবিতা /
উদাস বসন্ত অনিমেষ চ্যাটার্জি মাঘের শেষে নতুন পাতায় বসন্ত এসেছে ঠিকই, আমগাছও মুকুলে ভরেছে যথারীতি। আসেনি পলাশ, শিমুল, আসেনি কৃষ্ণচূড়া রাধাচূড়ার দল, কারণ জঙ্গলের হানাদারের দল ওদের মেরে কেটে জঙ্গলের একটা পাশ একেবারে রুক্ষ করে দিয়েছে। এখন কিছু মরা গাছকে সটান দাঁড়িয়ে থাকতে দেখা যায়, সেটা বড় যন্ত্রণা দিয়ে যায়। কোকিলটা কেঁদে কেঁদে ফেরে বসন্তের…