গুণের জামাই / চিত্রশিল্পী তপন কর্মকার / বাংলা কবিতা /
গুণের জামাই চিত্রশিল্পী তপন কর্মকার বউরে তুই মাগো আমার, বোতল কি আর স্বাধে খাই। মিছে মারিস ঝ্যটার বারি, গঙ্গার জলে ডাকে তাই।। পান সিগারেট খেলে পরে, বুদ্ধি ভালো কাজ করে। আফিম ছাড়া দিশা হারা, মাটি কিনি সোনার দরে। খেলে তারী মেলে নারী, কজন সুখে আছে ভাই।। বউরে তুই মাগো আমার, বোতল কি আর স্বাধে খাই…