নিরন্তর চলিবে / রণজিৎ মন্ডল / বাংলা কবিতা /
নিরন্তর চলিবে রণজিৎ মন্ডল প্রদীপের শেষ আলোক শিখা, মন্দিরে ঘরে আলোকিত করে নিভে যায় নিশ্বাসে। কে দেখে ফিরে ধোয়া কত দূরে, নিঃস্ব হয়ে কেঁদে কেঁদে ফেরে এই আঁধারেই শেষে। কার আলোয় আলোকিত করে, জ্বেলেছিলে যারে মন্দিরে ঘরে, সাধনা তোমার পূরণ করিলে সাধকের ছদ্মবেশে ! জ্বলিয়া প্রদীপ দিয়াছে আলো, প্রেম ভালোবাসার কত আশা ঢালো, নিভিলে প্রদীপ…