উদাস মন / অনিমেষ চ্যাটার্জী / বাংলা কবিতা /
উদাস মন ✍ কলমে : অনিমেষ চ্যাটার্জী ফাগুনবেলায় কাজের ফাঁকে বাঁশিতে ডুবেছে মন, নিরালা ঘরের এই কোণ। পশ্চিমের জানলা পেরিয়ে, শেষ বেলার এক চিলতে রোদ লেগেছে গায়ে, মন বুঝি বা উদাস পানে ধায়। একান্ত মুহূর্তের টানে অলস মন সঙ্গী করে প্রয়াসের লেখা পাতাটি সামনে খোলা, হরেক তাতে হরফমালা। মোহময় পরিবেশ, ভাষায় প্রকাশে সামর্থ নেই, মনের…