আশায় আশায় আছি / মৃনাল কান্তি বাগচী / বাংলা কবিতা / বিশ্ব কবিতা দিবস /
আশায় আশায় আছি মৃনাল কান্তি বাগচী হয়তো তোমার সাথে আর হবেনা দেখা, যদি নাইবা হয় দেখা তবুও তুুমি আছো মোর হৃদয়ে রাখা। দূরে থাকলেও যে থাকে অন্তরে, তাকে ভোলা যায়না শত চেষ্টা করে। দূর আকাশে,আকাশ বলাকারা আসে যায় মিলিয়ে যায়, মনের মানুষ যতই দূরে যাক হৃদয় আকাশে তাকে বারে বারে দেখা যায়। অভিমান করে…