একদিকে টাকা একদিক ফাকা / প্রেমাঙ্কুর মালাকার / বাংলা কবিতা /
একদিকে টাকা একদিক ফাকা প্রেমাঙ্কুর মালাকার জাতীয় সড়কে, বাস ছুটে চলে, দুরন্ত গতিবেগে – মোতি প্যালেসের, আবাসন দেখে, চোখে যায় ধাঁধা লেগে! পথের দুধারে, শুধু আবাসন, আর সব আবাসনে – কমন জিনিস, এক মন্দির, অপরূপ দর্শনে! দূর থেকে দেখি, ঢুকিনি কোথাও, শুধু করি অনুমান – মহাবীর আনে জৈন ধর্ম, তাঁরই অধীষ্ঠান। গরিব বস্তি, গুজরাটে…