কবিতার অনুধ্যান / শ্যামাপ্রসাদ সরকার / ধারাবাহিক কবিতা বিষয়ক প্রবন্ধ /
সারাদিন..সর্বক্ষণ – শক্তি চট্টোপাধ্যায় যদি সারাদিন তাঁকে কাছে পাওয়া যেতো কাছে পেতে গেলে কাছে যেতে হয়, এভাবে চলে না হাতের সমস্ত সেরে, ধুয়ে-মুছে সংসার, সমাধি – গুছিয়ে-গাছিয়ে রেখে, সাধে ঢেকে – তবে যদি যাও দেখবে, দাঁড়িয়ে আছে গাছ একা দৃষ্টি ক’রে নিচু যেতেও হয়নি তাঁকে, এসেছিলেন তিনি সময়ে গেছেন সময়ে চলে, সেই পথে, যে-পথে যাবার…