নববর্ষ / জলধর (সলিল চক্রবর্ত্তী) / বাংলা কবিতা /
নববর্ষ জলধর (সলিল চক্রবর্ত্তী) এসো হে নুতন বছর- নুতন বার্তা নিয়ে, পুরাতন যা আত্মগ্লানি- সব মুছে দিয়ে। হিংসা, অহংকার লোভ, জেদ- না থাকে যেন মনে কোনো খেদ, দুই বাহু তুলে আলিঙ্গনে ফিরি- নুতন বছরে অবগাহন করি। তরুণ রবির স্নিগ্ধ পরশে- সিঞ্চিত হব মুগ্ধ হরষে, অনাবিল ভাবে আগুয়ান হব- আগামী দিনকে পাথেয় করে। মোরা গাহি জয়গান…