গুরুদক্ষিণা / কাকলি ঘোষ / বাংলা ছোট গল্প /
গুরুদক্ষিণা কাকলি ঘোষ দূর থেকে ঠিক বুঝতে পারেন নি রথীন বাবু। কারা যেন দাঁড়িয়ে রয়েছে এটুকু শুধু অনুমান করতে পারছিলেন। কাছে এলে স্পষ্ট হল। একি! এ সব কি! তার ঘরের সামনে এরা কারা? জিনিস পত্র সব এদিক ওদিক হল কি করে? তার টেবিল চেয়ার, বাচ্চাদের বসার বেঞ্চ সব ওলট পালট! এসবের অর্থ কি! বিস্ময়াহত চোখে…