স্মরণে সত্যজিৎ / অনিমেষ / বাংলা কবিতা /
স্মরণে সত্যজিৎ ✍ অনিমেষ তোমার সঙ্গে প্রথম আলাপ কতই বা বয়স, সেই তো ছিল ছেলেবেলা পত্রিকা সন্দেশ। এলো ফটিক এলো হারুন ছুটির ধর্মতলা, ভরদুপুরের সাথি ছিল সুজন সে হরবোলা। একে একে ফেলু তপেশ জটায়ু লালমোহন বৈজ্ঞানিক প্রফেসর শঙ্কু, প্রহ্লাদ, নিউটন। গুপি বাঘার সঙ্গে হরেক মজার কারখানা, ভালোবেসে চিনিয়ে দিলে শৈশবের জগৎখানা। ইন্দির ঠাকরুণ সর্বজয়া হরিহরের…