নতুন প্রদীপ / কিশোর বিশ্বাস / অণুগল্প / রবি পক্ষ /
নতুন প্রদীপ কিশোর বিশ্বাস এখন ও অভিভাবকেরা ছেলে মেয়েদের প্রেমটা ঠিক মেনে নিতে পারেনি। নিশিতা ও দেবের প্রেমটাও নিশিতার অভিভাবকেরা মেনে নিতে পারলেন না। তাই ঠিক করলেন নিশিতাকে ভারতে তার মামার বাড়িতে পাঠিয়ে দেবেন। যাওয়ার আগের রাত্রে নিশিতা ও দেব দুজনেই খুব কান্নাকাটি করল, শেষে নিশিতা একটা রুদ্রাক্ষের মালা দেবের গলায় পরিয়ে দিয়ে…