কবিতা দেশ / চিত্রশিল্পী তপন কর্মকার / বাংলা কবিতা / রবি পক্ষ /
কবিতা দেশ তপন কর্মকার কয়েক চাকা মাটির উপর, দাড়িয়ে আছে দেশ। কথা বলা শেষ আমার, কথা বলা শেষ।। দিনের মধ্যে রাত্রি দেখি, দিনটা গেল চুরি। বোকার মতো নকল দিনে, স্বপ্ন নিয়ে ঘুরি। বুঝতে পারো ভিতর বাইর, পুড়ছি কেমন বেশ।। কথা বলা শেষ আমার, কথা………………শেষ।। কথা গুলি যদি না হয়, পাখির মতো জীবন্ত। কাল…