আকাশে বাতাসে আগমনি / মৃনাল কান্তি বাগচী / বাংলা কবিতা / আগমনী সংখ্যা /
আকাশে বাতাসে আগমনি মৃনাল কান্তি বাগচী আগমনির সুর বাজিছে আকাশে বাতাসে শিউলির সুবাস ছড়িয়েছে বাতাসে। দিকে দিকে লেগেছে কাশফুলের দোলা, পদ্ম দিঘিতে ফুটেছে পদ্ম মেলা। শিউলি গাছে ফুটেছে ফুল মা দুর্গার আসার অপেক্ষায় সবাই আকুল। আকাশ জুড়ে শরত মেঘের ধুম্র পাহাড়ের আনাগোনা, ঘাসের ডগায় ভোরের শিশিরের রূপালী সোনা। প্রকৃতি সেজেছে অপরূপ সাজে মা দুর্গা আসিবে…