অসন্তোষ / ভিক্ষু রতনশ্রী / বাংলা কবিতা / আগমনী সংখ্যা /
অসন্তোষ ডঃ ভিক্ষু রতনশ্রী তুমি চাইছ, সবই আমার মতে চলুক তা কি করে হয়? গণতান্ত্রিক দেশে অগণতান্ত্রিকতা এটা মানা যায় না। নীচুতলা থেকে উচুতলা সকলকে আপন করে নিতে হয়, সংসারে অনুগত ও নির্দেশ মান্যকারী চাই ভালবাসা ঐ দুটি শব্দকে নিয়ন্ত্রণ করে। আমার আমিত্ব কখনও কাম্য নয় আমিত্বে অসন্তোষ বাড়ে। অসন্তোষ ডেকে নিয়ে আসে অসহযোগিতা ফলে…