ফিরে যখন / আসবো আগন্তুক / বাংলা কবিতা /
ফিরে যখন আসবো আগন্তুক ছুটে চলেছি সহস্র বছর ধরে , বিরামের নেই কোনো অবকাশ ! বহুরূপে রূপান্তরের কান্ডারী সেজে , নিয়তিরা দিয়ে যায় আভাস ! না জানি কত শত রূপ বদলেছি , আরো না জানি কত আছে বাকী ! নাই মনে মোর কোনো রূপের কথাই , স্মৃতির অবক্ষয়ে সবই হয়েছে ফাঁকি ! মানব জনম নিলাম…