ললাট লিখন / মৃনাল কান্তি বাগচী / বাংলা কবিতা /
ললাট লিখন মৃনাল কান্তি বাগচী যেদিন তুমি আমায় একলা ফেলে গেলে চলে, সেদিন আমি বুঝিলাম জীবনের শূণ্যতা কাকে বলে। শূণ্য হৃদয়ে আকাশ পানে দেখি রাতের আঁধারে তারার মেলা, ঝরা বকুল ঝরে গেলেও গন্ধ বিলায় সে বকুল বেলা অবেলা। জীবন ঝরে যায় নিয়তির নির্মম বিধানে, হৃদয়ের ব্যথা তিলে তিলে জমা হয় হৃদয়ের গহীনে। সব আয়োজন, হয়ে…