এলেম নতুন দেশে / কাকলি ঘোষ / বাংলা ছোট গল্প /
এলেম নতুন দেশে কাকলি ঘোষ আজ সকালে নেমে এলাম অর্বুদাচল পাহাড় থেকে হ্রদ নগরী উদয়পুরে। হ্যাঁ ঠিকই বলছি। পাহাড়ের প্রকৃত নাম এটাই।ব্রিটিশরা এর নামকরণ করেছে আবু পাহাড়। তবে আপনাদের মত জানা ছিলনা আমারও। পাশের ঋষিপ্রতিম মানুষটি শিখিয়ে দিলেন আসল কথাটি। “ এই পাহাড়ের আসল নামটি জানো তো ?” স্বভাবসিদ্ধ মধুর স্বরে সহাস্যে প্রশ্ন করেছিলেন।…