স্বপ্ন রাজ্যের রাজা আমি / মৃনাল কান্তি বাগচী / বাংলা কবিতা /
স্বপ্ন রাজ্যের রাজা আমি মৃনাল কান্তি বাগচী রাতের বেলা ঘুমিয়ে পড়ি যখণ স্বপ্ন রাজ্যে নিত্য করি আমি বিচরন। ইচ্ছে ডানা মেলে যাই আমি উড়ে নিজকে রাজপুত্র ভাবি ঘুমের ঘোরে। সাত সমুদ্র তের নদী পার হয়ে চলে যাই বহু দূরে তেপান্তরে, যেথায় রাজ কন্যে রয়েছে বন্দী রাক্ষসীদের ঘরে। যুদ্ধ করে রাক্ষসীদের যখণ করি পরাজয় ও পর্যুদস্ত,,…