জামাই ষষ্ঠী / সলিল চক্রবর্ত্তী / বাংলা ছোট গল্প /
জামাই ষষ্ঠী সলিল চক্রবর্ত্তী গোপাল বক্সীর আজ বছর পাঁচেক হলো কারখানা লকআউট হয়ে আছে। হঠাৎ করে লকআউট হওয়ায় টাকা পয়সার হিসাব ও পাননি। মৃতপ্রায় কারখানাটি ধিকধিক করে চলছিল, বাদ সাধলো দাবিদাওয়া। ইউনিয়ন লিডারদের কথা মতো চলতে হয়। ইচ্ছা না থাকলেও নেতাদের কথা মানতে বাধ্য। আজ পাঁচ পাঁচটা বছর নুন আনতে পান্তা ফুরোনো অবস্থা। ঈশ্বরের…