দুজনে গুঞ্জনে / বাবু বিশ্বাস / বাংলা কবিতা /
দুজনে গুঞ্জনে বাবু বিশ্বাস আর একটু এগোলেই শ্মশানঘাট, স্নান সেরে পবিত্র হবে সবাই! আমি চলে গেলেও পড়ে থাকবে, পড়ে থাকবে উড়ন্ত পোড়া ছাঁই ! দিন পেরোলেই নিশি ঘোর অন্ধকার, শিকার খোঁজা হুতুম পেঁচার ডাক! শিকার হবো তুমি না হয় আমি, না না এসব কথা এখন বাকি থাক! তোমার আঙুল ছুঁয়ে দিব্যি কাটছে প্রহর, বুকের মাঝে…