মানুষ / মৃদাঙ্গি (পূর্ণা মজুমদার) / বাংলা কবিতা / আন্তর্জাতিক ভাষা দিবস সংখ্যা /
মানুষ মৃদাঙ্গি (পূর্ণা মজুমদার) সাংবাদিক, কোলকাতা টাইম নিউজ অন্ধকার! ঘুটঘুটে অন্ধকার! ভয়ের পাড়ায় একলা চলা। চারপাশের চেনা লোকের ভিড়ে কত অচেনা মানুসিকতা। এক পুঁথি অকেজো সংস্কারের বোঝা ছাপিয়ে গেলো যুক্তির গরিমা। ভীষণ যুদ্ধ লাগে যুক্তি আর কলকব্জায় মরচে পড়া সংস্কারের মাঝে। দাঁড়িপাল্লা ওঠে – নামে অসমতা…