ঘাষফুল / মৌসুমী ঘোষাল চৌধুরী / বাংলা কবিতা /
ঘাষফুল মৌসুমী ঘোষাল চৌধুরী ********* অন্ত্যজা, সরল বালিকা আমার কটিতে ঘুমায়, ঘাড়ে ছুঁয়ে যায় তাজা গোলাপাকৃতি নরম ঘাড়। যেন গ্লোব। একাকিত্ব এ্যাকাউন্টে সানফ্রান্সিসকো সাজানো গম্বুজ। জড়িয়ে উঠি বেয়ে বেয়ে; ক্রাচ হাতে, চোখে মাইনাস। তবু দেখা হয় ইতিহাসের পাতায় ” ময়ূরসিংহাসন “। মাঝি আমি, চুপিচুপি দেখি অভিযাত্রীদের চোখে হাসির ঝিলিক। অকালে, দড়িব্যালান্স খেলে মা বাবা জিতে…