প্রেম উল্লাসে / প্রদীপ সরকার / বাংলা গান /
প্রেম উল্লাসে ✍️ প্রদীপ সরকার ——– ডাকিছে হেরি ভেক, প্রেম অভিলাষে। ঝিল্লি ডাকিছে ওই, প্রাণের উল্লাসে। আমি ডাক দিই প্রিয় তোমার সকাসে, সুনিবিড় প্রেম সম্ভাসে। লভি নাই হে, প্রেমের সুধা কেন যে, বুঝি নাই তাহা আজিও। রোদনভরা এই ভাদর প্রভাতে, মম প্রেমেরে স্বীকার করে নিও। মম হৃদয়ের ফুলে, ত্যাজিও না হে প্রিয় গো ভুলে, মুই…