কবিতার অনুধ্যান / শ্যামাপ্রসাদ সরকার / ধারাবাহিক কবিতা বিষয়ক প্রবন্ধ /
দাবি শঙ্খ ঘোষ সিঁড়ি দিয়ে নেমে যেতে যেতে মনে রেখো পিছনে কী ছিল । দায়িত্ব সুন্দর, প্রতি মুহূর্ত বাড়িয়ে দেয় হাত সম্পর্কে আনন্দে দূর্বাজলে । হয়তো সে নিজেই দেয় না, নিজে তুলে নিতে হয় তাকে আধেক গড়নে কোনো অভিমানী প্রতিমাবলয় । অবসাদে ভরে আসে চোখ ? হোক, তবু তুমি তো সমস্তখানি নও ততটা নিজস্ব পাবে…