যদি / প্রদীপ সরকার / বাংলা কবিতা /
যদি… প্রদীপসরকার ———— যদি কোনওদিন হারিয়ে যাই গো চিরতরে। পাহিবে কি স্থান, আমার শ্রীনাম, তোমার অন্তরে! ভারী সাধ হয় মোর জানতে। চাহিবে কি গো, আমায় কখনও মনে রাখতে! আমি তো হে প্রিয়, নহি তো গো কোনও, নামজাদা এক ব্যাক্তি। নাহি কোনও দিনই মোর প্রতুল কোনও শক্তি। আমি দীন হতে দীন, মানুষ এক অতি সাধারণ। জানি,…