বাজলো পুজোর ঘন্টা / প্রেমাঙ্কুর মালাকার / বাংলা কবিতা / আগমনী সংখ্যা /
বাজলো পুজোর ঘন্টা প্রেমাঙ্কুর মালাকার বিদ্যুৎ চমকায়, রোষে ভরা দৃষ্টি! আচমকা নেবে এলো, ঝমঝম বৃষ্টি। মূহুর্তে ধরণীর, বুক হলো ঠাণ্ডা ; কাশফুল ভিজে যায়, শরতের ঝাণ্ডা! ঝরে গেছে ফুলনেই, শিউলির বৃন্তে- দোকানে দোকানে ভীড়, জানা জুতো কিনতে! শারদীয়া পুজো এলো, বেজে গেছে ঘন্টা- ওই বুঝি পুজো আসে? বুকে উৎকন্ঠা! —oooXXooo—