একটি বছর বাদে / প্রেমাঙ্কুর মালাকার / বাংলা কবিতা /
একটি বছর বাদে প্রেমাঙ্কুর মালাকার ছলছল চোখে নবমীর নিশি, যেইনা হয়েছে ভোর- দশমী পুজোর বিসর্জনের, শুরু হয় তোড়জোড়! মানতে চায়না মানুষের ঢল, ছোটে মন্দির মুখী; পুজো মণ্ডপে মায়ের দুচোখ, বিষন্ন দুখী দুখী! সেই বিষাদের ছোঁয়ায় বুকটা, অজানা ব্যথায় কাঁদে- আবার দুর্গা আসবেন ফিরে, একটি বছর বাদে! —oooXXooo—