আবার এসো মা / নবু (নবকুমার চক্রবর্ত্তী) / বাংলা কবিতা /
আবার এসো মা নবু তুমি শুধু ইঙ্গিত প্রকাশিত নও, ততটুকু দেখি মাগো যতটুকু দাও। ঊষা কালে ঊষাতুমি সাঁঝের সন্ধ্যা প্রদীপ রাতের আকাশ তারায় ভরা সুখী বিশ্বভূমি। বর্ষা কালে বন্যা তুমি ক্ষ্যাপা সোতোসৃণি বসন্তে মা পলাশ রাঙা রঙ্গিন মাতৃভূমি। আসছে বছর আবার এসো বাপের ভাঙা বাসায়- অভাগীদের ভাগ্য ফেরাও আছি তোমার আসায়। —oooXXooo—